হ-বাংলা নিউজ: ২০১১ সালে আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানটির অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, জানিয়েছেন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। একই সঙ্গে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে পত্রিকাটি ফের বাজারে আসার ঘোষণা দেন।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পত্রিকার ছাপাখানায় লুটপাটসহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, “দুদিন আগে বর্তমান সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা তালা ভেঙে আমার দেশ পত্রিকার ছাপাখানা আমাদের বুঝিয়ে দেন। সেখানে গিয়ে দেখলাম, প্রেসের কিছুই অবশিষ্ট নেই। এমনকি ইলেকট্রিক প্যানেলও খুলে নিয়ে গেছে। শুধুমাত্র দুটি ভাঙা মেশিনের খণ্ডাংশ পড়ে ছিল, যেগুলো চুরি করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ইতিবাচক হলো, সরকারি প্রতিনিধি হিসেবে একজন ম্যাজিস্ট্রেট এবং দুজন ওসি প্রেসের অবস্থা পরিদর্শন করেছেন। একজন ওসি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন, এখানে আর কিছু অবশিষ্ট নেই।”
তিনি বলেন, “ডিসেম্বর মাসের মধ্যে আবার আমার দেশ পাঠকদের হাতে তুলে দেব। হাতে আর আড়াই মাস আছে। পত্রিকাটি জনগণের পক্ষে এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে কথা বলবে। লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সাধারণ সম্পাদক খুরশিদ আলম, এবং আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক বাছির জামাল প্রমুখ।
