হ-বাংলা নিউজ: সুব্রত চৌধুরী- গত ১৭ অক্টোবর , বৃহস্পতিবার রাতে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুনের নির্বাচনী সভা স্হানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ সহ কমিউনিটি
নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল,শহীদ খান,জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমদ, আব্দুর রফিক,মনিরুজামান মনির,মোঃ জামিল, মোঃ শাহরিয়ার আহমেদ,মিরাজ খান, সুরজিৎ চৌধুরী,ফরহাদ সিদ্দীক,সুব্রত চৌধুরী , সৈয়দ শহীদ , আমিরুল ইসলাম টফি,শাহারু চৌধুরী,বেলাল হোসেন,বিপ্লব দেব,



ফেরদৌস আহমদ, শামসুল ইসলাম শাহজাহান,আহসান হাবীব, মোঃ শাহজালাল, সোহাগ করিম, বেলাল উদ্দীন, আবদুল কালাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের কারনে মোমিনুল হকের পক্ষে কমিউনিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে।এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী পাঁচ নভেম্বর, মংগলবার এর নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।
কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুন তাঁর বক্তব্যে সভায় উপস্হিত সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের কাজে অংশগ্রহনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তাঁকে পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে জয়ী করার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, বর্তমানে মোমিনুল হক মামুন পঞ্চম ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন।
