অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ৮টি জাতীয় দিবস বাতিল

হ-বাংলা নিউজ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ৮টি জাতীয় দিবস বাতিলঅন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৮টি জাতীয় দিবস বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বুধবার (১৬ অক্টোবর) অফিস আদেশ পাঠানো হয়েছে।

বাতিল হওয়া দিবসগুলো হলো: ৭ মার্চ, ১৭ মার্চ (জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস), ৫ আগস্ট (শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী), ৮ আগস্ট (বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী), ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস), ১৮ অক্টোবর (শেখ রাসেল দিবস), ৪ নভেম্বর (জাতীয় সংবিধান দিবস) এবং ১২ ডিসেম্বর (স্মার্ট বাংলাদেশ দিবস)।

জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে উপদেষ্টা পরিষদ এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *