হ-বাংলা নিউজ: গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, গত কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় গরম অনুভূতি কমে এসেছে। বিশেষ করে শেষ রাতে ও সকালে কিছুটা শীতল অনুভূতি দেখা যাচ্ছে। আজকের সকালটিও শীতল ছিল, বাতাসে শীতের উপস্থিতি লক্ষণীয়। যদিও শীতের আগমনের কোনো বার্তা দেওয়া হয়নি, আবহাওয়া অধিদফতর পূর্বে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমার সংকেত দিয়েছিল।
সোমবার (১৪ অক্টোবর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই আভাস প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একই ধরনের পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া, আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
