২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৫.২%, আগামী বছরে ৩.২% থেকে ৫.২% হতে পারে

হ-বাংলা নিউজ:  সংস্থাটি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৫.২ শতাংশ। তবে চলতি অর্থবছরে এটি ৩.২ শতাংশ থেকে ৫.২ শতাংশের মধ্যে থাকতে পারে, যার গড় ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট’র অক্টোবর সংখ্যায় এসব তথ্য উল্লিখিত হয়েছে।

বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসের এই পরিসরটি নির্ভরযোগ্য তথ্যের অভাব এবং রাজনৈতিক স্থিতিশীলতার অনিশ্চয়তাকে প্রতিফলিত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া, সাম্প্রতিক বন্যার ফলে কৃষি উৎপাদনেও কিছু প্রভাব পড়তে পারে।

তবে, দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আশাবাদী বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করে, আর্থিক খাতের সংস্কার, উন্নত ব্যবসায়িক পরিবেশ, দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার এবং বর্ধিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে একটি ধীরগতির পুনরুদ্ধার সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *