হ-বাংলা নিউজ: বৃহস্পতিবার রাজধানীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, ৫ আগস্টের পর বিভিন্ন হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামীতে হিন্দু সম্প্রদায়ের দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে।
তিনি উল্লেখ করেন, পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও সহযোগিতা রয়েছে। যারা বিভেদ তৈরি করতে চায়, তারা দেশের শত্রু এবং সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, পূর্বের স্বৈরাচারী সরকার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণ অভ্যুত্থানের মতো ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতের ঊর্ধ্বে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
