আবরার ফাহাদের শহিদ হওয়া আমাদের সংগ্রামের টার্নিং পয়েন্ট: মাহমুদুর রহমান

হ-বাংলা নিউজ: আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ৫৪ বছরের সংগ্রামের মধ্যে আবরার ফাহাদের শহিদ হওয়ার ঘটনা একটি গুরুত্বপূর্ণ মোড়। তিনি বলেন, শত বছর পরেও শহিদ আবরার ফাহাদকে স্মরণ করতে চাই, যিনি ছিলেন একজন অসাধারণ সাহসী যোদ্ধা। আবরার ফাহাদ এ শতাব্দীর শহিদ তিতুমীর।

সোমবার রাজধানীর পলাশীর মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন।

স্মরণসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলে যে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ছিল, তা ছিল আবরার ফাহাদের মতো যোদ্ধাদের প্রতি নির্মম নির্যাতনের প্রতীক। আমাদের সিট পেতে চতুর্থ বর্ষে উঠতে হয়েছে, অথচ ছাত্রলীগের নেতা-কর্মীরা ৯ থেকে ১০ বছর ধরে একক রুমে ছিলেন। যেখানে আমাদের চারজনের রুমে ৪০ জন থাকতে হয়েছে, সেখানে তারা একাই ছিলেন।

ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, শহিদ আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্ব ও আগ্রাসনবিরোধী সংগ্রামের প্রতীক। তার হত্যাকাণ্ডের মাধ্যমে দুইটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে: একটি হলো আওয়ামী লীগের নির্যাতন এবং অপরটি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।

স্মরণসভা শেষে পলাশী মোড়ে শহিদ আবরার ফাহাদের স্মরণে ৮ ফলকবিশিষ্ট স্তম্ভের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাহমুদুর রহমানসহ অন্যরা। এ সময় আবরার ফাহাদের বাবা, ছোট ভাই এবং আরও বিশিষ্টজনরা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *