পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম

হ-বাংলা নিউজ: পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম। রোববার তিনি এক মাসের নোটিশ পিরিয়ড দিয়ে পদত্যাগপত্র জমা দেন। ২০০৯ সাল থেকে তিনি এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন, যিনি একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা।

এর আগে, ২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিস আদেশে খুরশীদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২ সেপ্টেম্বর সাবেক পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের দায়িত্ব ছাড়ার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব খুরশীদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন এবং জরুরি সরকারি কার্যক্রম সম্পাদন করবেন।

২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান খুরশীদ আলম। পরে, ২০১৮ সালের ১১ জানুয়ারি, মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে তিনি আবারও চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *