শিরোনাম: বারাক ওবামা ও মিশেল ওবামার ৩২ বছর দাম্পত্য জীবন: বিশেষ বার্তা

হ-বাংলা নিউজ: বুধবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার দাম্পত্য জীবনের ৩২ বছর পূর্ণ হলো। ব্যস্ততার কারণে তারা এই বিশেষ দিনটি বৃহত্তর পরিসরে উদযাপন করতে পারেননি, তবে বারাক ওবামা মিশেলকে চমক দিয়েছেন।

১৯৯২ সালে তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে তারা একসঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এ উপলক্ষে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেছেন বারাক ওবামা। ছবিতে দেখা যাচ্ছে, তারা একটি আর্ট মিউজিয়ামে আলভিন আইলি নাচের পোস্টারের সামনে হাসিমুখে আলিঙ্গন করছেন।

বারাক ওবামা তার পোস্টে লিখেছেন, “শুভবার্ষিকী, মিশেল ওবামা! ৩২ বছর একসঙ্গে কাটানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। জীবনের এই যাত্রায় তোমার মতো একজন সঙ্গী এবং বন্ধুকে পেয়ে আমি ধন্য।”

এরপর, একই ছবি পোস্ট করেন মিশেল ওবামা। ক্যাপশনে তিনি লিখেছেন, “সবসময় আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য এবং আমাকে হাসানোর উপায় খুঁজে বের করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।”

তাদের এই পোস্টের মন্তব্যে সামাজিকমাধ্যমে ভক্তদের প্রশংসা ও অভিনন্দন ঝড়ের মতো আসছে। একজন মন্তব্য করেছেন, “আপনারা দুজনেই জীবনে জিতেছেন, আমি আপনাদের জন্য খুব খুশি!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *