দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো আলোচনা করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরু হওয়ার আগে এটাই হবে সরকারের তৃতীয় দফার বৈঠক।
শনিবার দুপুর ২:৩০-এ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির সঙ্গে। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতারা জানিয়েছেন, ২০২৩ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তারা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন। এর মধ্যে নির্বাচন কমিশনসহ অন্যান্য সংস্কারের প্রয়োজনীয়তা এবং নির্বাচন পরবর্তী রাষ্ট্রের সংস্কারের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। বৈঠকে এই ৩১ দফার ভিত্তিতে নির্বাচন পূর্ববর্তী সংস্কার নিয়ে আলোচনা হবে এবং আগামী নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানার চেষ্টা করবে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারে কী ধরনের প্রস্তাবনা দেওয়া হবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই আলোচনায় থাকবে।
বিএনপির সঙ্গে বৈঠক শেষে, বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে প্রধান উপদেষ্টার। এছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ইতিমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আলোচনা ৩১ আগস্ট হয়। শনিবার থেকে নতুন দফার আলোচনা শুরু হবে, যেখানে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
