সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা শনিবার সকাল সাড়ে ৮টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
এরপর বাদ জোহর বায়তুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে, এরপর তার মরদেহ ঢাকাতেই সংরক্ষিত হবে।
রোববার, তার মরদেহ মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ১০টায় তৃতীয় জানাজা এবং বাদ জোহর চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত ২ অক্টোবর বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩টা ১৫ মিনিটে তার মৃত্যু ঘটে। তিনি ৯৪ বছর বয়সে মারা যান এবং তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
