বাবর আজমের নেতৃত্ব ছাড়ার পেছনে আসল কারণ প্রকাশ

হ-বাংলা নিউজ: দ্বিতীয় দফা অধিনায়ক হওয়ার ছয় মাসের মধ্যে পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার কথা বললেও, এবার প্রকাশ পেয়েছে আসল কারণ।

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, সাদা বলের কোচ গ্যারি কারস্টেনের সঙ্গে বিরোধের কারণে বাবর আজম এই পদত্যাগ করেছেন।

এর আগে, অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বাবর বলেছেন, “আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলকে নেতৃত্ব দেওয়া ছিল একটি দারুণ সম্মান, তবে এখন সময় এসেছে সরে দাঁড়ানোর এবং নিজের খেলায় মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়, কিন্তু এটি কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।”

তবে, বাবরের নেতৃত্ব ছাড়ার পেছনে যে তিনি ব্যাটিংকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন, তা পুরোপুরি সত্য নয়। পিসিবির একজন কর্মকর্তার দাবি, “কারস্টেন ও সহকারী কোচের রিপোর্টে বাবর সন্তুষ্ট ছিল না। বাবরের মনে হয়েছে, পুরো দায় তার ওপর চাপানো হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বাবর আরও ক্ষুব্ধ হয়ে যায় এবং তাই তিনি আর অধিনায়ক থাকতে চাননি। তিনি নাকভিকে সব কথা জানিয়েছে এবং বলেছে, এক জন অধিনায়কের সঙ্গে এমন ব্যবহার করা উচিত নয়। বোর্ডকে পদক্ষেপ নিতে বলেছে বাবর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *