হ-বাংলা নিউজ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে তিনি গত দুই মাস ধরে রয়েছেন। বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার ফলে বর্তমানে তিনি কী অবস্থানে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ বিষয়ে নানা গুঞ্জন চলছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ভারতকে প্রশ্ন করেছে, শেখ হাসিনা কীভাবে এবং কোন পরিস্থিতিতে দিল্লিতে অবস্থান করছেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাবেন।
এই তথ্য ঢাকা সরকারের কাছে পৌঁছেছে, এবং একাধিক নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তার whereabouts নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করেছে। এই পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে দেড় মাস বৈধভাবে থাকতে পারেন। ইতোমধ্যে শেখ হাসিনা ভারতে দুই মাস অতিবাহিত করেছেন, ফলে তার বৈধ থাকার মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন, তা স্পষ্ট নয় এবং ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি।
