বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে ফুটফুটে কন্যাসন্তানের আগমন

হ-বাংলা নিউজ: বেশ কিছুদিন আগে বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে এসেছে একটি কন্যাসন্তান, যা নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত।

মেয়ে হওয়ার পর প্রথমবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়ে খোলাখুলিভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রণবীর। পাপারাজ্জিদের সামনে আনন্দের সঙ্গে তিনি চিৎকার করে বলেন, “বাবা হয়ে গেলাম রে!” তাঁর এই বক্তব্যে উপস্থিত সবাই হাসির হুল্লোড়ে মেতে ওঠে এবং তাঁকে অভিনন্দন জানান।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির বাসভবন আন্তেলিয়ায় এই অনুষ্ঠানে ছিলেন রণবীর। সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে রণবীরের আনন্দের মুহূর্ত দেখা যাচ্ছে।

বিয়ের ছয় বছর পর ৮ সেপ্টেম্বর তাদের কন্যাসন্তান জন্মগ্রহণ করে, এরপর থেকে দীপিকা ও রণবীর সন্তান নিয়ে ব্যস্ত। দীপিকা জানিয়েছেন, তারা তাদের মেয়ের যত্ন নিয়ে মাইনে দিয়ে রাখা ন্যানির হাতে ছাড়তে চান না। তারা চান, স্বামী-স্ত্রী মিলে নিজে মেয়ে বড় করবেন এবং শুধুমাত্র নিজেদের পরিবার থেকে সাহায্য নেবেন।

এর আগে, শনিবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দীপিকার মা ও বোনকে দেখা গেছে। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর পাপারাজ্জিরা তাদের সন্তানের বিষয়ে প্রশ্ন করেন, তারা জানান, দীপিকা ও রণবীর ভালো আছেন।

দীপিকা ইতোমধ্যে কয়েকটি রিল সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে তিনি জানান, মেয়ে হওয়ার পর তার কাজগুলো হলো খাওয়ানো, ঢেঁকুর তোলানো এবং ঘুম পাড়ানো।

তবে দীপিকা ও রণবীর এখনই তাদের মেয়ের ছবি প্রকাশ করতে রাজি নন এবং সন্তানের নামও জানাননি, কারণ তারা চান, সন্তানের জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *