ট্রাম্পের কড়া সমালোচনা বাইডেন ও হ্যারিসকে

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেন, “আমি জিতলে বিশ্বে আবার শান্তি ফিরে আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা আবার শান্তি প্রতিষ্ঠা করব।”

কমলা হ্যারিসের সমালোচনা করে তিনি জানান, “যদি কমলা চার বছর ক্ষমতায় থাকেন, তবে বিশ্ব ধোঁয়ায় হারিয়ে যাবে।” তিনি সতর্ক করেন যে, তার বিজয়ের ফলে বিশ্বমঞ্চে বিশৃঙ্খলা বাড়বে।

ট্রাম্প বলেন, “আমি দীর্ঘকাল ধরেই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি। ভবিষ্যদ্বাণী করতে চাই না, কিন্তু সেগুলো সত্যি হয়ে যেতে পারে। এগুলো বিশ্বব্যাপী বিপর্যয়ের খুব কাছে।”

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানাচ্ছেন, ইরানের হামলা ‘পরাজিত ও অকার্যকর’ এবং এতে ইসরাইলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপকে ‘গুরুতর বৃদ্ধি’ বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

বিশ্ব নেতারা বাইডেন এবং কমলাকে সম্মান করেন না, তাই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে—এটি ট্রাম্প ও তার প্রচারণা শিবিরের বার্তা।

১ অক্টোবর ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প এসব মন্তব্য করেছেন। মার্কিন অনলাইন পোর্টাল দ্য হিল এ খবর প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *