পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান : পাট উপদেষ্টা

হ-বাংলা নিউজ: রাজধানীর দুটি সুপারশপে গিয়ে ক্রেতাদের পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করলেন পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি ক্রেতাদের হাতে পাটের তৈরি ব্যাগ তুলে দেন এবং একই ব্যাগ বারবার ব্যবহারের জন্য অনুরোধ করেন।

তিনি বলেন, “১ নভেম্বর থেকে পলিথিনের ব্যবহার বন্ধের যে আইন ২০১০ সালে পাস হয়েছে, তার বাস্তবায়ন শুরু হবে। এই আইন কার্যকর হলে পলিথিনের ব্যাগের ব্যবহার বন্ধ হবে।”

মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত ‘ইউনিমার্ট’ ও ‘স্বপ্ন’ সুপারশপে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় ইউনিমার্টের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহীন মাহমুদ বলেন, “পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা সরকারের একটি সাহসী ও মহৎ উদ্যোগ। আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের সহযোগিতা করতে চাই। এর মাধ্যমে সোনালী আশ আবার ফিরে আসবে বলে আশা করছি।”

এই দুই সুপারশপ পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা ও এএনএম মঈনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *