স্থানীয় প্রবাসীদের সম্মানে ইউ এস বাংলা এসোসিয়েশানের হৃদয়গ্রাহী “কালচারাল নাইট” এর আয়োজন।

হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুন, আত্মমানবতার সেবায় কাজ করার মহৎ উদ্দেশ্য নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু প্রবাসি বাংলাদেশী ২০১৯ সালে গঠন করে “ইউ এস বাংলা এসোসিয়েশান” নামে এক সামাজিক সংগঠন।যাত্রা শুরুর পর থেকে সংগঠনটির নেতৃবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম দ্বারা বাংলাদেশ এবং আমেরিকায় বিভিন্ন জনকল্যাণমুলক কাজের মাধ্যমে স্ইতিমোধ্যেই স্থানীয় প্রবাসীদের মন জয় করেছে।

গত ২৮শে সেপ্টেম্বর রোজ রবিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব রেডল্যান্ডসে ইউ এস বাংলা এসোসিয়েশান স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সম্মানে আয়োজন করেছিল এক মনোমুগ্ধকর “কালচারাল নাইট” এর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অব রেডল্যান্ডস এর মাননীয় মেয়র জনাব এডি টেহেডা। অন্যান্যের মোধ্য ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য শ্রেণী পেশার প্রায় দুই শাতাধিক অতিথি। সন্ধা সাতটায় শুরু হওয়া “কালচারাল নাইট” অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন লস এঞ্জেলেস বাংলাদেশী কমিউনিটির অতি পরিচিত মুখ এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের সরব ব্যক্তিত্ব সাজিয়া হক মিমি। বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে এমন গান, কবিতা এবং নাচ ছিল কালচারাল নাইটের বিশেষ আকর্ষন। অতিথিদের সম্মানে রাতের খাবারের আয়োজন ছিল সংগঠনের পক্ষ থেকে।

অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন ইউ এস বাংলা এসোসিয়েশানের সভাপতি জনাব ইফতেখার মাহমুদ, সাধারণ সম্পাদক জনাব নিজাম ইসলাম, উপদেষ্টা জনাব কায়ছার আহমেদ, জনাব ইসমাইল হোসেন, জনাব আহসান হক দিপু, জনাব সজীব ইফতি, জনাব আল মাসুক, বোর্ড অব ডিরেক্টর জনাব খায়রুজ্জামান মামুন।

কালচারাল নাইট অনুষ্ঠানে অতিথি মনোরঞ্জনের জন্য গান পরিবেশন করেন জনপ্রিয় বিশিষ্ট সংগীত শিল্পী অঞ্জলি চৌধুরী, নাহার লিপি, হাজরা হোসেন, মিটু, এপোলো হাফিজুর রহমান, মিল্টন বৈদ্য। কবিতা আবৃত্তি করেন বশির আতহার ও নিজাম ইসলাম। নৃত্য পরিবেশনা করেন চোট্ট মনি লিলি। ক্যামেরায় ছিলেন জনাব শেখ হাসান, বাবর হক ও ফজলুল ফকির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *