বাংলাদেশ সেনাবাহিনীর পর নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

হ-বাংলা নিউজ: বাংলাদেশ নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের সারা দেশে আগামী দুই মাসের (৬০ দিন) জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১২ (১) ও ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমমর্যাদার) নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারা আইন ও অপরাধের বিষয়ক ক্ষমতা প্রদান করে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *