হ-বাংলা নিউজ: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, তিন কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়নের খবরটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভুয়া চেক এবং বিশৃঙ্খলার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সম্প্রতি কালবেলা নামের পত্রিকাটি এই বিষয়ে গুজব ছড়িয়েছে এবং ভুয়া চেকের ছবি দিয়ে খবরটি ভাইরাল করেছে। সিনিয়র সচিব গণমাধ্যমকে অনুরোধ করেন, সংবাদ প্রকাশের আগে যাচাই করে নিতে।
মোখলেস উর রহমান জানান, মির্জা সাবেদ আলী নামে একজন ব্যক্তি পদ্মা ব্যাংকের মৌলভী বাজার উপশাখায় একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। ২০২৩ সালে ২০০০ টাকা দিয়ে খোলা এই অ্যাকাউন্টে তদন্তের দিন ব্যালান্স ছিল শূন্য।
তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ দিয়ে জাতিকে ভুল তথ্য দেওয়া লাভজনক নয়। তদন্তে দেখা গেছে, ব্যাংকের ম্যানেজার অ্যাকাউন্টটি নিয়ম অনুযায়ী খোলেননি।
তিনি বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিতে বলেন যাতে সব ব্যাংক গ্রাহক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিয়ম-কানুন অনুসরণ করে। সিনিয়র সচিব আইন প্রয়োগকারী সংস্থাকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়া উদ্দিন আহমেদের কক্ষ থেকে তিন কোটি টাকার একটি চেক উদ্ধার হয়েছে, যা নওগাঁর ডিসি হিসেবে পদায়ন হওয়া কর্মকর্তার পক্ষে দেওয়া হয়েছিল। পরে অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হয়।
