সাংবাদিকদের সম্মানে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রীতিভোজ

হ-বাংলা নিউজ: নিউইয়র্ক (ইউএনএ): জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত চলতি বছরের পথমেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং সংগঠনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিকদের সম্মানে এক প্রীতিভোজ অনুষ্ঠান হয়েছে। ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী পরিষদের পক্ষ থেকে বুধবার বিকেলে জ্যামাইকার পারর্সন্স বুলেভার্ডস্থ হালাল ডাইনার-এ এই প্রীতি ভোজের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। খবর ইউএনএ’র।

ফ্রেন্ডস সোসাইটির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ব্যতিক্রমী ও সংক্ষিপ্ত এই প্রীতিভোজ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, মেলা কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি বেলাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এ এফ মিসবাহউজ্জামান, প্রচার সম্পাদক এনায়েত মুন্সী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে এবারের পথমেলা সহ ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ড সফল করায় কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রচার ও প্রচারে বিশেষ ভূমকা রাখায় সকল মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনের পথ চলায় সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়, ফ্রেন্সড সোসাইটির অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সহ সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম সনি, সদস্য জিল্লুর রহিম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক:

সালাহউদ্দিন আহমেদ ফোন: ৩৪৭-৮৪৮-৩৮৩৪

ইউএনএ, নিউইয়র্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *