হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুনঃ লস এঞ্জেলসের অন্যতম জনপ্রিয় সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) এর নব নির্বাচিত কমিটির (২০২৪-২০২৬) অভিষেক সম্পন্ন হয়েছে গত ১৫ সেপ্টেম্বর, ২০২৪ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্থানীয় একটি ব্যাঙ্কুয়েট হলে।বাফলায় নিবন্ধিত স্থানীয় ২৯টি সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের বিপুল সংখ্যক মানুষ, সাংবাদিক ও আরো কিছু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।



পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মোধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে সমবেত কণ্ঠে বাংলাদেশ ও যু্ক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পাশাপাশি বাফলার থিম সং পরিবেশনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন ২০২৪-২০২৬ কার্যনির্বাহিী পরিষদ।অভিষেক অনুষ্ঠানে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি রুশনি আলম, সহ সভাপতি মোহাম্মদ আহসান, কার্যনির্বাহী কমিটির নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, অর্থ সম্পাদক মো: আশরাফ হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক রাজু, পাবলিক রিলেশন সম্পাদক মিজানুল কবীর ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান।



এসময় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন নব নির্বাচিত কমিটির সদস্যরা।অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বাফলার সাবেক সভাপতিবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও দায়িত্বভার গ্রহনের মুল পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক জমকালো সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অঁতিথিদের বাধভাঙ্গা উল্লাস আর নাচ-গানে মুখরিত হয় বাফলার অভিষেক অনুষ্ঠানস্থল।স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দর্শকদের অনুরোধে একের পর এক জনপ্রিয় বাংলা গান পরিবেশন করে দর্শক মনোরঞ্জন করেন।


অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান, বাফলার সাবেক সভাপতিবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় লস এঞ্জেলসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত এবং কমিউনিটির কল্যাণে কাজ করে বাফলার ভুমিকাকে কমিউনিটিবাসীর কাছে আরো শক্তিশালী করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত কমিটির সভাপতি রুশনি আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলস (বাফলা) এর মাধ্যমে লস এঞ্জেলসে সকল সংগঠনের মাঝে একটি সেতু বন্ধন তৈরী ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের নজির সৃষ্টি করবে নব নির্বাচিত কমিটি এই প্রত্যাশা ব্যক্ত করেন কমিউনিটির বিশিষ্টজনেরা। সবশেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে রাতের খাবার পরিবেশন করা হয়।
