হ-বাংলা নিউজ:বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শীর্ষপদে পরিবর্তনের পর তৃতীয়বারের মতো বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে এই বৈঠক হবে।
শেষবারের মতো বোর্ড সভা অনুষ্ঠিত হয় গত আগস্টের শেষ সপ্তাহে।
বোর্ড সভায় অংশগ্রহণের জন্য পরিচালকদের ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে, বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। গত ৫ আগস্ট দেশে ক্ষমতার পরিবর্তনের পর কিছু পরিচালক কোনো বোর্ড সভায় যোগ দেননি।
নিয়ম অনুযায়ী, টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালকদের পদ নিষ্ক্রিয় হয়ে যায়। তাই বৃহস্পতিবারের সভায় অনুপস্থিত থাকলে বেশ কয়েকজন পরিচালক পদ হারানোর আশঙ্কায় রয়েছেন।

