হ-বাংলা নিউজ: গত বছরের ২৪ সেপ্টেম্বর উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাদ। মঙ্গলবার তারা সংসার জীবনের এক বছর পূর্ণ করেছেন। বিশেষ এই দিনে পরিণীতি ভক্তদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ‘পিয়ান’ শিরোনামে নিজের কণ্ঠে একটি প্রেমের গান গেয়ে উপহার দিয়েছেন।
এর আগে, চলতি বছরের শুরুতে রাজ শামানির একটি পডকাস্টে উপস্থিত হয়ে রাঘবের সঙ্গে প্রেমের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিণীতি।
তিনি জানান, “আমরা লন্ডনে একটি অনুষ্ঠানে দেখা করি। সাধারণত আমি শুধু হাই বলতাম, কিন্তু এবার এগিয়ে যাই এবং বললাম, ‘চলো নাস্তার জন্য দেখা করি’। তখন আমাদের চারপাশে প্রায় ৮-১০ জন ছিল। আমরা পরের দিন প্রাতঃরাশে মিলিত হলাম। আমার কোনো ধারণা ছিল না তিনি কে এবং কী করেন। প্রাতঃরাশের পর আমি সত্যিই তাকে দেখলাম এবং তার কাজ সম্পর্কে জানলাম, তখন আমরা বুঝতে পারলাম, আমরা বিয়ে করবো।”
তিনি আরও যোগ করেন, “রাঘবের সঙ্গে দেখা করার পাঁচ মিনিটের মধ্যেই আমি জানতাম যে আমি এই লোকটিকে বিয়ে করতে যাচ্ছি। আমি এমনকি জানতাম না তিনি বিবাহিত কিনা, তার সন্তান আছে কি না, তার বয়স কত… তিনি আমার সামনে সকালের নাস্তায় বসেছিলেন, এবং আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম, ‘আমার মনে হয় আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, তিনি এই মানুষ’—এটি ছিল আমার ভেতরে ঈশ্বরের কণ্ঠস্বরের মতো।”
