হ-বাংলা নিউজ:ঐশ্বরিয়া রাই বচ্চন, ভারতের এক অভিজাত অভিনেত্রী, ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব অর্জন করেন। ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের প্রেমে পড়েন এবং পরে বিয়ে করেন। ২০১১ সালে তাদের মেয়ে আরাধ্যার জন্ম হয়।
গর্ভাবস্থায় তার ওজন স্বাভাবিকভাবেই বেড়ে যায়, যা তখন সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনার জন্ম দেয়। তবে এসব কটাক্ষের তার ওপর কোন প্রভাব পড়েনি।
ঐশ্বরিয়া বলেন, “আমি বিরক্ত হইনি। বাস্তবে যা ঘটে, আমি আমার কন্যার সঙ্গে সেইভাবেই সময় কাটাচ্ছিলাম; কিন্তু মানুষ নাটকীয়তা পছন্দ করে। সাধারণ বিষয় হয়তো তাদের ভালো লাগেনি।”
অনেক অভিনেত্রী সন্তান জন্মের পর দ্রুত ওজন কমানোর চেষ্টা করেন, কিন্তু ঐশ্বরিয়ার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি বলেন, তার এই অবস্থান অন্য নারীদের উদ্বুদ্ধ করেছে।
ঐশ্বরিয়া জানান, অনেক নারী তাকে বলেছেন, “আপনি আমাদের অনেক আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।”
