হ-বাংলা নিউজ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পাঁচ শতাংশ জনপ্রিয়তায় এগিয়ে আছেন। রোববার এনবিসি নিউজের প্রকাশিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর এই প্রথম গণমানুষের কাছ থেকে এত ইতিবাচক সাড়া পেয়েছেন হ্যারিস, যা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে।
এক হাজার নিবন্ধিত ভোটারের ওপর চালানো এই জরিপে হ্যারিসের পক্ষে ৪৮ শতাংশ ভোটার আছেন, যা জুলাই মাসে ছিল ৩২ শতাংশ। এনবিসির জরিপে এ ধরনের বড় ব্যবধান সর্বশেষ দেখা গিয়েছিল ৯/১১-এর পর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রে।
অন্যদিকে, ট্রাম্পের প্রতি ইতিবাচক মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার, যা জুলাইয়ে ছিল ৩৮ শতাংশ। ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত জরিপে ফলাফলের পরিবর্তন ৩ শতাংশের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে।
সিবিএস নিউজ পরিচালিত আরেকটি জরিপে হ্যারিস ট্রাম্পকে ৪ শতাংশের ব্যবধানে পিছনে ফেলেছেন। ট্রাম্পের ৪৮ শতাংশের বিপরীতে হ্যারিসের পক্ষে ৫২ শতাংশ ভোটার মত দিয়েছেন, এখানে চ্যুতির হার ২ শতাংশ হতে পারে।
এদিকে, ট্রাম্প বলেছেন যে তিনি এবারের নির্বাচনে হারলে ভবিষ্যতে আর নির্বাচনে অংশ নেবেন না। রবিবার সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, আমি করব না। আমি মনে করি এটাই হবে। আমি পুনরায় ভোটে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখতে পাচ্ছি না।”
তবে ট্রাম্প আগামী ৫ নভেম্বরের নির্বাচনে সফল হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আশা করি, আমরা খুব সফল হতে যাচ্ছি।”
