সংকটে থাকা ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চেয়ে আবেদন করেছে

হ-বাংলা নিউজ: সংকটে থাকা ব্যাংকগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তারল্য সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চেয়ে আবেদন করেছে। বর্তমানে পাঁচটি ব্যাংকে গ্যারান্টি দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক চুক্তি স্বাক্ষর করেছে। এরপর ব্যাংকগুলো কতটুকু তারল্য সহায়তা পাবে, তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো: ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তারল্য সহায়তা পাবে। তবে অন্য ব্যাংকগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রে জানা যায়, গত ১৫ বছরে ব্যাংক খাতে বড় ধরনের লুটপাট হয়েছে। বিশেষ করে এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংকগুলো দখল করে নজিরবিহীন লুটপাট হয়েছে। বর্তমানে এই গ্রুপের দখলে থাকা পাঁচটি ব্যাংক তীব্র তারল্য সংকটে রয়েছে। তারা আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে ধার নিয়ে সময়মতো টাকা ফেরত দিতে পারছে না, যার কারণে তাদের জন্য ধার পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ওই পাঁচ ব্যাংককে বিশেষ সহায়তা প্রদান করছে। বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে এবং রোববার সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, যেসব ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে, তারা এখন আন্তঃব্যাংক বাজার থেকে তহবিল সংগ্রহ করে তাদের পর্ষদের অনুমোদন নিয়ে বাংলাদেশ ব্যাংকে গ্যারান্টির জন্য আবেদন করবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে, কোন ব্যাংক কত টাকা নিতে পারবে। এর ভিত্তিতে ব্যাংকগুলো মুদ্রাবাজার থেকে ধার নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *