শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ বাজেট ১৫ কোটি : শুটিং শুরু অক্টোবরের প্রথম সপ্তাহে

হ-বাংলা নিউজ: দেশীয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান বর্তমানে বড়পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ সিনেমা দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন। এবার মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দরদ’ এবং জানা গেল তার পরবর্তী সিনেমার নাম।

ছোটপর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন, যার নাম ‘বরবাদ’। প্রায় এক বছর আগে শাকিবকে নিয়ে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন হৃদয়। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং।

সূত্রে জানা গেছে, ‘বরবাদ’ সিনেমার বাজেট হবে প্রায় ১৫ কোটি টাকা, যা বাংলা সিনেমার জন্য একটি রেকর্ড। সিনেমার ৮০ শতাংশ দৃশ্যধারণ হবে বিদেশে। অ্যাকশন-ভায়োলেন্স ধাঁচের এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি বলিউড ও তেলেগু সিনেমায় কাজ করেছেন।

এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ কয়েকজন ‘এ গ্রেড’ অ্যাকশন মাস্টার এবং বলিউডের আদিল শেখ ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে কাজ করবেন। গানে প্রীতমসহ অন্যান্য বলিউড শিল্পীরা থাকবেন। শাকিবের নায়িকা হিসেবে ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল থাকবেন।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, তিনি এখনও সিনেমার বিষয়ে বিস্তারিত divulge করতে রাজি নন, তবে দর্শকদের জন্য অনেক সারপ্রাইজ রয়েছে। তিনি বলেন, “আমরা যা করছি, তা দর্শকদের জন্য। আমাদের বিশ্বাস, কেউ হতাশ হবে না। দর্শকরা একবার ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক, বাকিটা স্ক্রিনে দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *