হ-বাংলা নিউজ: আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে হ্যাকারদের সক্রিয়তার খবর আসছে। তারা লক্ষ্যবস্তু বানিয়েছে প্রার্থীদের প্রচারের গোপন নথি, যার মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে থাকা নথি হ্যাক করার অভিযোগ। ট্রাম্প ও কমলা হ্যারিস উভয়েই অভিযোগ করেছেন যে, হ্যাকাররা তাদেরকে টার্গেট করেছে।
মাইক্রোসফট জানিয়েছে, নির্বাচনের আগে হস্তক্ষেপের চেষ্টা বাড়তে পারে। কোম্পানির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেছেন, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সবচেয়ে বিপজ্জনক সময় আসবে।
অন্যদিকে, তেহরান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে, তবে ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স, এফবিআই এবং সাইবারসিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।
এই সংস্থাগুলো আরো জানিয়েছে, রাশিয়া এবং চীনও তাদের স্বার্থে আমেরিকায় বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করছে।
মেটা জানিয়েছে, আগস্টে ইরানের একদল হ্যাকার হোয়াটসঅ্যাপে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে। তারা নিজেদের গুগল ও মাইক্রোসফটের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল।
মেটা বলেছে, তাদের কাছে কোনো অ্যাকাউন্ট হ্যাকের সফল তথ্য নেই, কিন্তু সবাইকে সতর্ক থাকার জন্য এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে।
তারা জানিয়েছেন, ট্রাম্পের প্রচারের গোপন নথিগুলি হ্যাক করে বাইডেনের প্রচার দলের সদস্যদের কাছে ইমেইল করা হয়েছিল। তবে, বাইডেনের কর্মীরা ওই মেইলের কোনো জবাব দেননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।
