হ-বাংলা নিউজ: বার্তা প্রেরক: শাহ শহিদুল হক- প্রেসিডেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আগামী ২৬ শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ৬ ঘটিকার সময় মেরিয়ট মার্ককুইজ হোটেল, ম্যানহাটন, নিউইয়র্ক এ এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপালের এর সম্মানিত প্রেসিডেন্ট, মি: রাম রামচন্দ্র পাউডার, রিপাবলিক অফ দি কঙ্গো এর সম্মানিত প্রেসিডেন্ট, ডেনিস সাসু এনগুয়েসো, কো-অপারেটিভ রিপাবলিক অফ গায়ানা এর সম্মানিত প্রেসিডেন্ট ড. মোঃ ইরফান আলী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক ও গবেষক, হার্ভাড ও কলোরাডো ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী ছাড়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসরত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ।
বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার প্রতিটি সেক্টরকে নতুন করে কিভাবে রিফর্ম করা যায় এই বিষয়ে পৃথিবীর বরেণ্য জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ তাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। সমাবেশে KeyNote Speaker হিসেবে গুরত্বপূর্ণ বক্তব্য রাখবেন, জনাব মার্ক জেফ, প্রেসিডেন্ট, দি নিউ ইয়র্কে গ্রেটার চেম্বার অফ কমার্স।
উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে, দি নিউইয়র্ক গ্রেটার চেম্বার অফ কমার্স অফ কমার্স, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ, আই হোপ অর্গানাইজেশন এবং রিবিল্ড বেটার বাংলাদেশ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করছেন রিবিল্ড বেটার বাংলাদেশ এর কর্ণধার মোহাম্মদ কাদের সিআইপি। উক্ত সংবাদ টি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার জন্য সবার কাছে সবিনয় অনুরোধ রইলো।
