হ-বাংলা নিউজ: এক মাসেরও বেশি সময় পর ছোট পর্দার শুটিংয়ে ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছাত্র-জনতার আন্দোলনের কারণে শুটিং পাড়া বেশ কিছু সময় স্থবির ছিল। তবে এখন আবার ক্যামেরার সামনে দেখা গেল এই অভিনেতাকে।
সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং ফ্লোরে নতুন একটি নাটকের শুটিং শুরু করেছেন অপূর্ব। নাটকটির নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’ এবং এটি পরিচালনা করছেন রুবেল হাসান। নাটকটিতে অপূর্বের সহশিল্পী হিসেবে অভিনয় করছেন তানজিম সাইয়ারা তটিনী।
নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, “অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরেছেন। এটি একটি ভিন্ন ধরনের গল্প। তটিনী তার সঙ্গে রয়েছেন। আমরা এই জুটির সঙ্গে একটানা দুটি নাটকের শুটিং করার পরিকল্পনা করেছি।”
এই নাটকটি আকবর হায়দার মুন্না প্রযোজিত এবং খুব শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
অপূর্বকে সর্বশেষ ‘গোলাম মামুন’ নামে একটি ওয়েব সিরিজে দেখা গেছে। শিহাব শাহীন নির্মিত এই সিরিজটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
