বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগদানে নিউইয়র্ক আসিতেছেন। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা তাহাকে স্বাগতম জানাবে।

হ-বাংলা নিউজ: গত ১৪ই সেপ্টেম্বর ২০২৪ইং রোজ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র আগমনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু তালেব রহমান চৌধুরী চান্দুর পরিচালনায়, আরও বক্তব্য করেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, জাপার সিনিয়র সহ- সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি শফিউল আলম, প্রচার সম্পাদক ফেরদৌন ওয়াহিদ, সাংঠনিক সম্পাদক মীর জাকির ও মোঃ হামিদ। ডঃ

ইউনুস বাংলাদেশের ১৪ কোটি মানুষের নেতা হিসাবে জাতিসংঘে জাতিকে নতুনভাবে গঠন করতে জাতিসংঘের ও বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের সাথে বৈঠক করে দেশ গঠন করিবে আগামী দিনে। আজ আমরা প্রবাসী বাঙ্গালী গর্বিত, কোন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আওয়ামীলীগের পতন হয়নি। সরকারের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে। আমরা সব সময় বৈষম্য ও দূর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলি। আজ ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে এবং ক্ষমতা ও লোভ লালসার বাইরে থাকতে হবে। দেশের মানুষ আজ শান্তিতে দুটু ডাল-ভাত খেয়ে নির্ভয়ে বসবাস করতে চায়। আজ আমরা দেখিতে পাই BNP ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়েছে। তাহারা ১৭ বৎসর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারে নাই।

আমরা এই ডঃ ইউনুস সাহেবকে অন্তত ৫ বৎসর ক্ষমতায় দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *