হ-বাংলা নিউজ: জনাব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ দীর্ঘ ৩০ বৎসর নিউইয়র্কে প্রবাসে বসবাস করে আসিতেছেন। দীর্ঘদিন দেশের মায়া ও আত্মীয় স্বজনের ভালোবাসা থেকে দূরে থেকে বুকে কষ্ট নিয়া নিউইয়র্কে বসবাস করেন। তাই হঠাৎ একদিন মা ও বাবার কবর জিয়ারতের কথা মনে পড়ে যায় এবং দেশে ফেলে আসা সকল আত্মীয় স্বজনের কথা মনে করে গত আগস্ট মাসে ২০ দিনের জন্য বাংলাদেশে যান। তিনি দেশে গিয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই বাংলাদেশের অবস্থান নিজ চোখে দেখে আসেন। তাহার সেই বাল্যকালের স্মৃতি তাহাকে স্মরণ করে দেয়। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ বাল্য জীবন স্কুল, কলেজের পুরাতন স্মৃতি দেখে তিনি আবেগাপ্লুত হয়ে যান। গ্রামের বাড়ীতে ভাই বোনের সাথে মিলিত হয়। তাহাদের সাথে সেই পারিবারিক মালামিশার স্মৃতি মনে কষ্ট দেয়। বাংলাদেশের সেই হাই কোর্টে এবং বারকাউন্সিল সকল সহকালিন বন্ধুদের সাথে দেখা করেন, তারা ছাড়া তিনি ঢাকা শহরে সেই পুরাতন বসত বাড়ি আজ চিনিতে পারেন নাই। নিজে বাসা করেন বসুন্ধরা আবাসিক এলাকায়। তিনি গত আগস্ট মাসের ২২ তারিখে উনি সুস্থ শরীরে নিউইয়র্কে ফিরে আসেন। তিনি জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু ও সহ-সভাপতি শফিউল আলম সহ সবার সাথে গত ১৪ই সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্ট এ মিলিত হয়ে সেই স্মৃতিচারন করেন ও সবার দোয়া কামনা করেন।
