দুই বছরে ইসরাইল ধ্বংস প্রেসিডেন্ট কমলা হলে : ট্রাম্প

হ-বাংলা নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম টেলিভিশন বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস মুখোমুখি হয়েছেন। এই বিতর্কে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকার, ইসরাইল সংক্রান্ত মার্কিন নীতি এবং চলমান গাজা যুদ্ধ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে।

মঙ্গলবার রাতের বিতর্কে ট্রাম্প ও হ্যারিস গাজা যুদ্ধের সমাধানের জন্য কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি।

যুদ্ধ থামাতে এবং জিম্মিদের মুক্তি দিতে কীভাবে আলোচনা করবেন জানতে চাইলে, ট্রাম্প দাবি করেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলা ঘটত না।

এছাড়া, ট্রাম্পের দাবি, কমলা হ্যারিস ইসরাইলকে ঘৃণা করেন এবং প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরাইলের অস্তিত্ব থাকবে না।

ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নির্বাচনি প্রচারে বারবার পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্প বলেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইসরাইলকে সম্পূর্ণভাবে ত্যাগ করবেন, যা সন্ত্রাসবাদীদের ইহুদিদের উচ্ছেদ করতে উদ্বুদ্ধ করবে।

বিতর্কে ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন কমলা হ্যারিস। তার মতে, ট্রাম্প বিভাজন সৃষ্টি করে বাস্তবতাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন।

কমলা হ্যারিস বলেন, “ট্রাম্প স্বৈরশাসকদের প্রশংসা করেন এবং প্রথম দিন থেকেই একজন স্বৈরশাসক হতে চান।”

তিনি ইসরাইলের আত্মরক্ষার অধিকার এবং গাজা যুদ্ধের অবসান চাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। “এ যুদ্ধ থামাতে হবে। অবিলম্বে এর অবসান ঘটানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *