হ-বাংলা নিউজ: এক সপ্তাহ বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট পুনরায় উৎপাদনে ফিরেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করবে।
তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়েক দিনের প্রচেষ্টার পর বিকেলে পরীক্ষামূলকভাবে ইউনিটটির কার্যক্রম পুনরায় শুরু করে। রাত ৮টা ৩২ মিনিটে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে। রাতের মধ্যেই উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৬০ মেগাওয়াটে উন্নীত হওয়ার কথা রয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি চালু করা হয়েছে। এর আগে, গত ৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
