মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ফল প্রকাশ

হ-বাংলা নিউজ: মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠকরা পত্রিকার কুপন ও প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে তাদের প্রিয় তারকা ও তাদের প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের মধ্যে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সেরা আট জনের নাম ঘোষণা করা হয়েছে। এই ভোটগ্রহণ নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গান—এই চারটি ক্ষেত্রে করা হয়েছে, এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজগুলোর ওপর ভিত্তি করে ভোট নেওয়া হয়েছে।

আগামী পর্বে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। দুই পর্বের মনোনয়ন প্রাপ্তরা চূড়ান্ত মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সেরা গায়িকা:

  • অবন্তী সিঁথি – “বেঁচে যাওয়া ভালোবাসা” (দেয়ালের দেশ)
  • কনা – “দুষ্টু কোকিল” (তুফান)
  • কোনাল – “রাজকুমার” (রাজকুমার)
  • তাসনিয়া ফারিণ – “রঙে রঙে রঙিন হব”
  • দেবশ্রী অন্তরা – “লাগে উড়াধুরা” (তুফান)
  • নন্দিতা – “মেঘবালিকা” (কাছের মানুষ দূরে থুইয়া)
  • ন্যান্সি – “নিন্দুকে” (লিপস্টিক)
  • পড়শি – “কেমন জানি করে মন” (গোলাপ গ্রাম)

সেরা গায়ক:

হাবিব ওয়াহিদ – “ফেঁসে যাই” (তুফান)

অর্ণব – “তাঁতী”

আসিফ আকবর – “চিরদিনের জীবনসঙ্গিনী”

ইমরান মাহমুদুল – “ভালোবাসি বলে যাও”

তাহসান খান – “রঙে রঙে রঙিন হব”

প্রীতম হাসান – “লাগে উড়াধুরা” (তুফান)

বালাম – “রাজকুমার” (রাজকুমার)

মাহতিম শাকিব – “মেঘবালিকা” (কাছের মানুষ দূরে থুইয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *