হ-বাংলা নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি শেখ হাসিনার সরকারবিরোধী সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। এই জাতীয় সরকার রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করবে।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে আমীর খসরু এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা শুধু আন্দোলনই করিনি বা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এমন নয়, আমরা এখনও কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়ে তারেক রহমান যে কথা বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করব।”
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “জাতির বড় ধরনের রক্তপাত ও আত্মত্যাগের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার যাতে দ্রুত তাদের কাজ সম্পন্ন করতে পারে এবং দেশকে নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে পারে, তার জন্য আমরা সার্বিক সহযোগিতা করছি।”
৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, “এক বছর আগে আমরা ৩১ দফা প্রস্তাব দিয়েছি। এই ৩১ দফার মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের বিষয় তুলে ধরা হয়েছে। যদি প্রয়োজন হয়, আলোচনার মাধ্যমে নতুন কিছু সংযোজন করা হবে। আমরা জনগণের কাছে এই সংস্কার বিষয়টি তুলে ধরব।”
দেশে বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “শুধু বিদ্যুৎ বিভ্রাট নয়, দেশে অনেক বিভ্রাট চলছে। বর্তমান সরকার চেষ্টা করছে, কিন্তু এই সমস্যা বিগত সরকারের লুটপাটের ফলস্বরূপ সৃষ্টি হয়েছে। এখন জনগণ তা ভোগ করছে।”
এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা ৪২টি দল মিলে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছিলাম। এখন সবাই রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে। আমরা কীভাবে আগামী দিনে জনগণের মাধ্যমে রাজনৈতিক মহল ও সরকারের কাছে এই দাবি পৌঁছে দিতে পারি, সে লক্ষ্যে কাজ করব।”
