হ-বাংলা নিউজ: বছরের শুরুতে তিন মাসেরও বেশি সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমীন। এরপর ঢাকায় ফিরে নিয়মিত চেকআপের জন্য তাকে আবার সিঙ্গাপুরে যেতে হয়। দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকার কারণে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত হয়ে পড়েছিলেন। তারা জানতে চাইছিলেন, তাদের প্রিয় শিল্পী কেমন আছেন। আজ সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে সাবিনা ইয়াসমীন জানান, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন এবং সংগীতচর্চাও চালিয়ে যাচ্ছেন।
সাবিনা ইয়াসমীনের পেশাদার সংগীত জীবন ছয় দশকেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ সময়ে তিনি খুব বেশি অসুস্থ না হলে কখনও রেওয়াজ থেকে দূরে থাকেননি। সোমবার দুপুর ১২টার দিকে আলাপের সময় তিনি বলেন, “সকালে ঘুম থেকে ওঠার পর আমি অনেক সময় ধরে রেওয়াজ করেছি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। আজ দুপুর ১২টা পর্যন্ত রেওয়াজ করেছি। তবে সকালে কিংবা বিকেলে নয়, যখনই মন চায় তখনই রেওয়াজ করি।”
সাবিনা ইয়াসমীনের একাকী জীবন এবং সাংসারিক কাজের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, “বাসার সব কাজ আমাকে একাই করতে হয়। গানের ব্যস্ততা আপাতত না থাকলেও সাংসারিক কাজের কারণে সময় কাটিয়ে দিচ্ছি। আসলে একটি সংসারে কত রকমের কাজ থাকে, তার কোনো হিসাব নেই। মাঝেমধ্যে মনে হয়, আরও সময় পেলে ভালো হতো এবং অনেক কিছু করা যেত।”
ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে সাবিনা ইয়াসমীন জানান, “আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুস্থ আছি এবং স্বাভাবিক জীবনযাপন করছি। তবে কিছু সময় পর ফলোআপের জন্য আবার সিঙ্গাপুরে যেতে হবে।”
গত ফেব্রুয়ারিতে সাবিনা ইয়াসমীনের ক্যানসারে আক্রান্ত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এই গুজবের সত্যতা নিয়ে তিনি জানান, নিয়মিত চেকআপের জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন এবং দাঁতে সামান্য সমস্যার জন্য ৭ ফেব্রুয়ারি একটি সফল সার্জারি করা হয়েছে।
ছয় দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত সাবিনা ইয়াসমীনের গানে সুর দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সুরকাররা, যেমন আর ডি বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, এবং আলাউদ্দিন আলী। তিনি ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন। ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন এবং সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে গান গেয়েছেন এবং সুরকার হিসেবে চারটি গানের সুরও করেছেন।
সাবিনা ইয়াসমীনের গান ৭ বছর বয়সে স্টেজে গান গাওয়া শুরু করে ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম গান গেয়েছিলেন। ১৯৬৭ সালে প্রথম প্লেব্যাক গাওয়া শুরু করেন এবং অনেক বিখ্যাত সুরকারদের সুরে অসংখ্য চলচ্চিত্রের গান গেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
