হ-বাংলা নিউজ: ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলমান। উৎসবের লালগালিচায় তারকাদের জমজমাট উপস্থিতি এবং নতুন ছবি ‘জোকার: ফলি আ ডিউ’-এর প্রিমিয়ারে সেলিব্রেটি ও দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। গত মঙ্গলবার এই ছবির প্রিমিয়ারে লালগালিচায় উপস্থিত ছিলেন নির্মাতা টড ফিলিপস, হোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা। এএফপি সূত্রে বিস্তারিত জানা যাচ্ছে।
‘জোকার: ফলি আ ডিউ’ ছবির প্রিমিয়ারে লালগালিচায় নির্মাতা টড ফিলিপসের সাথে ছবি দুই অভিনয়শিল্পী হোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা। (ছবি: এএফপি) দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন লেডি গাগা। (ছবি: এএফপি) ভেনিসে গাগার নজরকাড়া পোশাক। (ছবি: এএফপি)লালগালিচায় গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা। (ছবি: এএফপি) ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন গাগা। (ছবি: এএফপি) ‘জোকার: ফলি আ ডিউ’ ছবির নির্মাতা টড ফিলিপস। (ছবি: এএফপি) প্রথম কিস্তির মতো ‘জোকার ২’-তে আবারও অভিনয় করছেন হোয়াকিন ফিনিক্স। (ছবি: এএফপি) ‘জোকার: ফলি আ ডিউ’ সিনেমার প্রিমিয়ারে লালগালিচায় ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। তিনি এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক। (ছবি: এএফপি)
