হ-বাংলা নিউজ: মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে অভিনয়ের ওপর এক মাসের কোর্স সম্পন্ন করেছেন। লস অ্যাঞ্জেলেসের ন্যান্সি ফ্রাইডম্যান অ্যাক্টিং স্টুডিওতে অনুষ্ঠিত এই কোর্স থেকে গত শুক্রবার দেশে ফিরেছেন তিনি।
মিথিলা জানান, “এক বন্ধুর সঙ্গে লস অ্যাঞ্জেলেস গিয়েছিলাম। সেখানেই সিনেমা-সংশ্লিষ্ট একজনের সঙ্গে পরিচিত হই। আমার অভিনয়ের প্রতি আগ্রহ দেখে তিনি আমাকে এই স্বল্পমেয়াদি কোর্সটি করার পরামর্শ দেন। অভিনয়ে আরও ভালো প্রস্তুতির জন্য এটি খুবই সহায়ক হয়েছে।”
মিথিলা উল্লেখ করেন, কোর্সটি চলাকালে অভিনয়ের নানা বিষয় শেখানো হয়েছে যা তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিনয়ে আরও মনোযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করে মিথিলা বলেন, “দেশে মাল্টিপ্লেক্স সিনেমা বাড়ছে এবং ভালো সিনেমার প্রয়োজনীয়তা বাড়ছে। পরিবার নিয়ে সিনেমা দেখার প্রবণতা বাড়ছে। আমি অনেক দিন মডেলিং করেছি, এখন অভিনয়েও সাফল্য অর্জন করতে চাই।”
মিথিলার বড় পর্দায় অভিষেক হয় ২০২১ সালের নভেম্বর মাসে হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’-তে। এরপর নতুন কোনো কাজ করেননি তিনি। তবে সম্প্রতি একটি বড় বাজেটের ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হওয়ার খবর দিয়েছেন মিথিলা।
তিনি বলেন, “‘রোহিঙ্গা’-এর পর কোনো কাজ করিনি। ভালো কাজের অপেক্ষায় ছিলাম, এবং সেই সুযোগ এবার পেয়েছি। একটি বড় বাজেটের ওয়েব সিরিজে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। তবে সিরিজটির বিস্তারিত এখনই জানানো যাবে না। নির্মাতাদের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
