হ-বাংলা নিউজ: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর বড় ভাই বিয়ানীবাজার মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল সুলতান কবির চুনু, ৫ সেপ্টেম্বর ভোরে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর ভাইয়ের মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের সদস্য বৃন্দ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি বলেন রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন। এ সময় তারা সকল প্রবাসীদের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন।
