স্মারকলিপি মাননীয় উপদেষ্টা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

হ-বাংলা নিউজ: বাংলাদেশের চলমান পরিস্থিতিতে “হিউম্যান রাইট ফোরাম -ইউএসএ” মাননীয় উপদেষ্টা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সমীপে স্মারকলিপি প্রদান।

অদ্য বেলা ২ ঘটিকায় সময় যুক্তরাষ্ট্র ভিত্তিক “হিউম্যান রাইটস ফোরামের-ইউ এস এ ” নেতৃবৃন্দ বাংলাদেশ কনসুলার জেনারেল অফ বাংলাদেশ, নিউইয়র্ক এর মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার নিকট একটি গুরুত্বপূর্ণ স্মারক লিপি পেশ করেন।”হিউম্যান রাইটস ফোরাম ইউ এস এস “এর নেতৃত্ব দেন শাহ শহীদুল হক, তিনি বলেন বর্তমান চলমান পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টার আগমন আমাদের কে সস্তি এবং শান্তির আশান্বিত করেছে।তিনি বলেন বৈষম্য আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র-অভিবাবক, জনসাধারণ ও তাদের পরিবার বর্গকে ক্ষতিপূরণ সহ সুষ্ঠু বিচার দাবি করছি। উক্ত সময়ে “হিউম্যান রাইট ফোরাম -ইউ এস এ” সম্মানিত প্রতিনিধিগণের উপস্থিতে সংযুক্ত স্মারকলিপি পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *