উৎসব মুখর পরিবেশে লংবীচের ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ২০২৪ অনুষ্ঠিত।

খায়রুজ্জামান মামুন, হলিউড বাংলা নিউজঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বন্দর নগরী খ্যাত সিটি অব লংবীচে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ১১তম “লংবীচ কাইট ফেষ্টিভাল ২০২৪”।

প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর আকাশে রঙ বেরঙের ঘুড়ি মিলে মিশে যেন একাকার হয়ে গিয়েছিল সাগরের উপকুল। বিগত ১১ বছর যাবৎ এই একই ভেন্যুতে (সাগর পারের মনোরম পরিবেশে) প্যাসিফিক

কাইট ক্লাবের উদ্দ্যোগে অনুষ্টিত হয়ে আসছে লংবীচের এই ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি।

বৃহত্তর লস এঞ্জেলেস এর প্রবাসী বাংলাদেশীদের কাছে খুবই জনপ্রিয় এই উৎসবটি সময়ের পরিক্রমায় আন্তর্জাতিক (Multi Cultural) উৎসবে পরিনত হতে যাচ্ছে। এবারের কাইট ফেষ্টিভালে বিদেশী অতিথিদের অংশগ্রহন ছিল চোখে পরার মতো।

দুপুর ১২টা থেকেই অতিথিরা তাদের পরিবার পরিজন নিয়ে অনুষ্টান স্থলে আসতে শুরু করে এবং মুহুর্তের মোধ্যেই তা লোকে লোকারণ্য হয়ে পড়ে।

বিনামুল্যে বাহারি রকমের ঘুরি বিতরণ করা হয় আগত অতিথিদের মোধ্য। বিভিন্ন রকমের দেশীয় খাবার দোকান, জুয়েলারী, কাপড়ের দোকান ছিল উল্লেখযোগ্য পরিমান।

দেশীয় শিল্পীদের গান পরিবেশনা, ব্যান্ড, ডিজে সব রকমের মনোরঞ্জনের ব্যবস্থা ছিল আগত অতিথিদের জন্য।বিদেশী অতিথিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বসাধারণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য পরিমান। ছোটদের জন্য ছবি আঁকা প্রতিযোগীতা পর্বটি ঘুড়ি উৎসবের বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করে। ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্যণীয় পুরস্কার।

তাছাড়াও “বেস্ট ঘুড়ি” হিসেবে বিবেচিতদের জন্যও ছিল পুরস্কার।এবারের ঘুড়ি উৎসবে বাংলাদেশে চলমান বন্যার্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করা হয়েছে।লংবীচ কাইট ফেষ্টিভাল ২০২৪ এর নেতৃবৃন্দ আগত অতিথিদের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান

এবং আগামী বছর আরো ব্যাপক পরিসরে লংবীচ কাইট ফেস্টিভাল অনুষ্টানটি আয়োজনের প্রতিশ্রুতি দেন। লংবীচ কাইট ফেস্টিভালের সাথে সম্পৃক্ত উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মোধ্য রয়েছেন,

জনাব সাইদ আবেদ নিপু, ওমর হাসান মামুন, মিখাইল খান, জিয়া ইসলাম, ইশতিয়াক চিশতি, জাহেদুল মাহমুদ জামি, আব্দুল বাছিত, নিজাম ইসলাম, ইফতেখার মাহমুদ, প্রিন্স ওমর, জিল্লুর রহমান নিরু,

ইমন হাসান, নুর আলম, শেখ হাসান, রেখা চৌধুরী, আল মাসুক, সুমন, সোহেল খান, খায়রুজ্জামান মামুন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন লস এঞ্জেলসের পরিচিত মুখ ও জনপ্রিয় উপস্থাপিকা সাজিয়া হক মিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *