হলিউড বাংলা নিউজঃ গত ১৬ই আগষ্ট রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ইউ এস বাংলা এস্যোসিয়েশানের কার্যকরি কমিটির মিটিং। ইউ এস বাংলা এস্যোসিয়েশানের সভাপতি জনাব ইফতেখার মাহমুদের বাসভবনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতি, সাধারণ সম্পাদক, বোর্ড অব ডিরেক্টর সহ উপদেষ্টা মন্ডলির সদস্য বৃন্দ উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলা উক্ত মিটিংয়ে সংগঠনের আসন্ন “কালচারাল নাইট”( ২৮শে সেপ্টেম্বর, শনিবার) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, ইউ এস বাংলা এস্যোসিয়েশন ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এ্যম্পায়ারের একটি অন্যতম জনপ্রিয় সামাজিক ও দাতব্য সংগঠন।

সংগঠনটি মুলত বাংলাদেশ ও আমেরিকাতে বিভিন্ন সময়ে বিভিন্ন মুহুর্তে ব্যাপক চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে থাকে। ইউ এস বাংলা এস্যোসিয়েশানের শুক্রবার রাতের মিটিংয়ে আসন্ন অনুষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি তাদের মুল লক্ষ চ্যারিটি কার্যক্রম কিভাবে আরো বিস্তার এবং বড় পরিসরে পরিচালনা করে কমিউনিটির কল্যাণে ভুমিকা রাখা যায় তা নিয়ে মতামত ব্যক্ত করেন মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ। ইউ এস বাংলা এস্যোসিয়েশনের কার্যকরি কমিটির বর্তমান সভাপতি জনাব ইফতেখার মাহমুদ, সাধারণ সম্পাদক জনাব নিজাম ইসলাম। উপদেষ্টা মন্ডলির সদস্যরা হলেন জনাব কায়সার আহমেদ, জনাব আহসান হক দিপু, জনাব সজিব ইফতি, জনাব আল মাসুক, জনাব ইসমাইল হোসেন, এবং বোর্ড অব ডিরেক্টর জনাব খায়রুজ্জামান মামুন।
