গ্রেটার নোয়খালী সোসাইটির পিকনিক! লস এঞ্জেলেস সহ আশেপাশের সকল প্রবাসী বাংলাদেশীরা আমন্ত্রিত।

হলিউড বাংলা নিউজঃ আগামী ১৪ জুলাই, রবিবার গ্রেটার নোয়খালী সোসাইটির পক্ষ থেকে পিকনিক এর আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১১টা থেকে এবং শেষ হবে ৫টায় উক্ত অনুষ্ঠানে ১২ থেকে ৩ টা পর্যন্ত চলবে হালাল টাকো এবং হট ডগ এর পর চলবে বাংলা খাবার। উক্ত পিকনিক এ উপস্থিত থাকবেন বাংলদেশ এর গুণী শিল্পী বৃশিস্ট গায়ক প্রতীক হাসান আরো উপস্থিত থাকবেন কৌতুক অভিনেতা জামিল থাকবেন লামীমা,বন্যা ও নীল। বাচ্চাদের জন্য আছে এন্টারটেইনমেন্ট এন্ড কিডস বাউন্স হাউস আপনারা সবাই এই অনুষ্ঠান এ আমন্ত্রিত। অনুষ্ঠানটির স্থান হলো Whittier Narrows Recreation Area (Meadows North Lake Parking lot, 751 S Santa Anita Ave, South El Monte, CA 91733)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *