হলিউড বাংলা নিউজঃ পাহাড় ও লেকের মোধ্যখানে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মরেনোভ্যালীর কমিউনিটি পার্কে গত রবিবার অনুষ্ঠিত হয়ে গেল সামার পিকনিক যাতে ছিল আকর্ষনীয় দাবা ও লুডু খেলা প্রতিযোগীতা। আয়োজক মরেনোভ্যালী স্পোর্টস ক্লাব। সিটি অব মরেনোভ্যালীর একদল তরুন দ্বারা প্রতিষ্ঠিত এই ক্লাবের এটি ছিল দ্বিতীয় সফল আয়োজন। অত্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সিটি অব মরেনোভ্যালীর মেয়র জনাব ইউলেসিস কাব্রেরা।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের আগমনে মুখরিত হয়েছিল মরেনোভ্যালী স্পোর্টস ক্লাবের এই আয়োজন। শাড়ী গহনার বাহারি স্টল, খাবার দোকান ছিল চোখের পরার মত। আয়োজক বৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য গরু জবাই করে খাবারের ব্যাবস্থা করে ছিলেন। শিশু কিশুরদের জন্য খেলাধুলার ব্যবস্থা ও আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা ছিল। দাবা ও লুডু প্রতিযোগীতায় চেম্পিয়ন হয়েছে যথাক্রমে পারভেজ আহমেদ ও এমা জামান। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মেয়র কাব্রেরা। এরপর সমাপনী বক্তব্যদান কালে জনাব কাব্রেরা সফল এই আয়োজনের জন্য মরেনোভ্যালী স্পোর্টস ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলে ভবিষ্যতে তাদের যে কোন কার্যক্রমে তার সহযোগীতা অব্যাহত থাকবে। মরোনোভ্যালী স্পোর্টস ক্লাবের অন্যতম কর্মকর্তা জনাব আল মাসুক অনুষ্ঠানে আগত সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মরেনোভ্যালী স্পোর্টস ক্লাবের অন্যান্য কর্মকর্তারাগণ হলেন জনাব আল মাসুক, জনাব শামীম আহমেদ, জনাব পলাশ রহমান, জনাব দেলোয়ার হোসেন, জনাব ফিরোজ, জনাব ফজলুল হক মিন্টু প্রমুখ।
কমিউনিটির বিশিষ্টজনদের মোধ্য উপস্থিত ছিলেন জনাব জিল্লুর রহমান নিরু, শহীদ আহমেদ মিটু, জনাব শওকত আলম, জনাব দাউদ বাফাতিয়া, জনাব রেজাউল করিম রেজা, জনাব মাহদী সাবিন সেলিম, জনাব রফিকুল হক রাজু, জনাবা মাকসুদা ইয়াসমিন, জনাব কামরুল ভূইয়া, জনাব মোহাম্মদ রহমান রাজু সহ আরো অনেকেই।
