ক্যালিফোর্নিয়ার মরিয়েটাতে বিমান দূর্ঘটনা! নিহত ৬জন।

খায়রুজ্জামান মামুন, হলিউড বাংলা নিউজঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরিয়েটাতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ৬ জন নিহত হয়েছে।রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উড়োজাহাজে থাকা ছয় যাত্রীর সবাই ঘটনাস্থলে মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে যাত্রীদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।সিএনএন জানায়, শনিবার (৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান দিয়েগোর প্রায় ৬৫ মাইল উত্তরে ফ্লাইটটি বিধ্বস্ত হয়।(1979 Cessna C550 BusinessJet) মডেলের উড়োজাহাজ ছিল এটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লো ভিজিবিলিটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ ঘটনার তদন্ত করবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *