লংবীচ কাইট ফেষ্টিভালকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

খায়রুজ্জামান মামুন, হলিউড ক্যালিফোর্নিয়া থেকেঃ বেশ জুড়েশুড়েই শুরু হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া সবছেয়ে আকর্ষণীয় ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের কাছে কাঙ্খিত “লংবীচ কাইট ফেস্টিভাল ২০২৩” এর প্রস্তুতি পর্ব। প্রতি বছর আগস্ট মাসে প্রশান্ত মহাসাগরের তীরে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে এই ঐতিহ্যবাহী লংবীচ কাইট ফেস্টিভালটি। স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের একটি বিরাট অংশ পরিবার পরিজন নিয়ে অংশ নেয় এই কাইট ফেস্টিভালে। তারই ধারাবাহিকতায় এবারও ২০শে আগস্ট, রবিবার দুপুর ১২টা থেকে সন্ধা অবধি অনুষ্ঠিত হবে লংবীচ কাইট ফেষ্টিভাল। এবারের কাইট ফেস্টিভালকে আরো আকর্ষনীয় ও উপভোগ্য করে তুলতে ইতিমোধ্যে এর প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে গত ৭ই জুলাই শুক্রবার সিটি অব আর্টেশিয়ার লিটল ঢাকা রেস্টুরেন্টে নেতৃবৃন্দ মিলিত হয়েছিলেন এক প্রস্তুতি সভায়। এতে লংবীচ কাইট ফেস্টিভালের বর্তমান নেতৃবৃন্দ, কাইট ফেস্টিভালের আয়োজক “প্যাসিফিক কাইট ক্লাব” এর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এবারের কাইট ফেস্টিভালকে সফল করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত উক্ত মিটিংয়ে সর্বসম্মতি ক্রমে পাশ হয়েছে। ২০২৩ এর কাইট ফেস্টিভালের জন্য নতুন কমিটি আগামী কয়েক দিনের মোধ্য ঘোষনা করা হবে বলে জানিয়েছেন কাইট ফেস্টিভালের প্রতিষ্ঠাতা জনাব সাইদ আবেদ নিপু ও ওমর হাসান মামুন। শুক্রবারের মিটিংয়ে উপস্থিত ছিলেন জনাব জাহেদুল মাহমুদ জামি, শওকত আলম, জিয়া ইসলাম, মিখাইল খান, নিজাম ইসলাম, রেজাউল করিম রেজা, রফিকুল হক রাজু, ইফতেখার মাহমুদ, কামরুল ইসলাম ভূইয়া, শেখ হাসান, ইয়াসমিন আক্তার, রেখা চৌধুরী, ফারহানা আলম, খায়রুজ্জামান মামুন প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *