পৃথিবীর সবছেয়ে বিষাক্ত বাতাস এখন নিউ ইয়র্কে।

 হলিউড বাংলা নিউজঃ কানাডায় সৃষ্ট দাবানল থেকে ধেয়ে আসা ধুয়ার কুন্ডুলিতে নিউ ইয়র্কের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। আজকে পৃথিবীর সবছেয়ে বিষাক্ত আবহাওয়া নির্ণয় করা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে যা ১ থেকে ৫০০ মোধ্য রেটিং করা হয়েছে ৪৮৪! সিটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র। কোন কারণে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে বলা হয়েছে।

Screenshot

ছবিঃABC NEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *