লস এঞ্জেলেসে তারকাবহুল “আনন্দমেলা”! বছরের সেরা বিনোদন মুলক অনুষ্ঠান।

হলিউড বাংলা নিউজঃ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশীদের মনোরঞ্জন ও বিনোদনমুলক যে কয়টি বড় অনুষ্ঠান বছর জুড়ে অনুষ্ঠিত হয় “আনন্দমেলা” মধ্যে অন্যতম। আনন্দমেলা কে সবছেয়ে তারকা বহুল অনুষ্ঠানও বলা হয়ে থাকে। আনন্দমেলার প্রেসিডেন্ট জনাব খান মোঃ আলী আমাদের জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এবারও বহু তারকা আসার বিষয়টি নিশিত হয়েছে।

এই আনন্দমেলাকে ঘিরে লস এঞ্জেলেস ও এর আশেপাশের শহরগুলিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে উত্ফুল্ল ভাব পরিলক্ষিত হচ্ছে। আগামী ১৭/১৮ই জুন, শনি ও রবিবার বরাবরের মতোই এবারও লস এঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আনন্দমেলা।এই প্রথম আনন্দ মেলায় নতুন চমক, বাংলাদেশের অন্যতম অভিনেতা মোশাররফ করিম, সংগে আছে ব্যাচেলর আইকন  নোয়াখালীর পারফেক্ট অভিনেতা পলাশ, সদ্য মুক্তি প্রাপ্ত অরন্য আনোয়ার পরিচালিত কান উৎসবের ছবি “মা” এর কুখ্যাত চরিত্রের খ্যাতিমান অভিনেতা সাজু খাদেম, খেয়া পায়েল, সামিরা খান মাহী  নতুন প্রজন্মের তারকারা। এবারের আনন্দ মেলা মানেই তারকার মেলা। 

শুধু বৃহততর লস এনজেলেস প্রবাসীদের জন্য এই মেলা নয়, বরং এই মেলা আমেরিকার পশ্চিম উপকূলের  অন্যান্য আট টি অঙ্গরাজ্যের বাংলাদেশেীদের জন্য একটি সেরাদের সেরা মিলন মেলা।  দুই দিন ব্যাপী এই বিশাল আয়োজনে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী রকমারী খাবার, পোশাক, জুয়েলারী, হস্ত শিল্প, এবং বিশেষ করে বাংলাদেশী গুনী লেখকদের বই মেলার প্রদর্শনী।  আপনার শৈশবের নদী তীরের হারিয়ে যাওয়া সেই চর মনসার মেলা, মোল্লার হাটের মেলা, বা সুজন সখির মেলাকে আপনি খুঁজে পাবেন এবারের আনন্দমেলায়।প্রশান্ত মহাসাগরের পাশেই হলিউডের বর্ণিল আচ্ছাদনে বিমোহিত লস এঞ্জেলেসে এবার দাপট দেখাবে বঙ্গ সন্তানেরা।যেখানে ডিজনীল্যান্ড আর হলিউডের মাঝে গড়ে উঠেছে স্বপ্নের লিটিল বাংলাদেশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *