অভুতপূর্ব দর্শক সমাগমে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল “বাংলাদেশ মেলা”।

হলিউড বাংলা নিউজঃ আসলেন, গাইলেন, জয় করলেন ভক্তকুলের হৃদয়। ফারুক মাহফুজ আনাম, যিনি জেমস(নগর বাউল) নামে অধিক পরিচিত। গত ২৭ ও ২৮ মে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে “বাংলাদেশ মেলা”র অনুষ্ঠানে পারফর্ম করে গেলেন।

হাজারো মানুষের আগমনে মুখরিত হয়েছিল মেলা প্রাঙ্গন। অনেকেই বলছেন লস এঞ্জেলেসে বাংলাদেশী কমিউনিটির কোন অনুষ্ঠানে এবার স্বরণকালের ইতিহাসে সবছেয়ে বেশী লোক সমাগম হয়েছিল। বিগত কিছুদিন ধরেই লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মাঝে একটা উত্তেজনা বিরাজ করছিল জেমসের আগমনের কথা শুনে। তারই প্রতিফলন ঘটিয়ে ২৮শে মে রবিবার ভার্জিল মিডল স্কুলে সমবেত হয়েছিল হাজারো দর্শক। টানা ১৪টি গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে গেলেন নগর বাউল খ্যাত জেমস। বাংলাদেশ মেলার উচ্ছসিত কর্তৃপক্ষ মেলার সাফল্যে বেশ সন্তুষ্ট। মেলার সভাপতি জনাব নজরুল আলম এজন্য কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনেও সকলে তাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। দুইদিন ব্যাপি বাংলাদেশ মেলার বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ থেকে মডেল অভিনেত্রী তানজিন তিশা, সজল নুর সহ আরো অনেকেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন। বিশেষ অতিথি হয়ে এসেছিলেন চ্ট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দের নাচ গানের পরিবেশনা ছিল উল্লেখযোগ্য।অনুষ্টান উপস্থাপনায় ছিলেন লস এঞ্জেলেসের জনপ্রিয় উপস্থাপিকা সাজিয়া হক মিমি।মেলায় আগত দর্শকদের বাড়তি সুবিধার কথা বিবেচনা করে বরাদ্দ করা হয়েছিল বিভিন্ন রকমের খাবার, শাড়ী, গহনার বাহারি স্টল। যাতে ক্রেতাদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মত। যাঁদের সুযোগ্য নেতৃত্ব ও অসামান্য দক্ষতায় বাংলাদেশ মেলার সফল আয়োজন সম্ভব হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী (চেয়ারম্যান), জনাব নজরুল আলম (সভাপতি), জনাব সায়েদুল হক সেন্টু (আহবায়ক), জনাব তৌফিক সুলেমান তুহিন (চেয়াম্যান বোর্ড অব ট্রাস্টি), জনাব সিদ্দিকুর রহমান (সহ সভাপতি), জনাব জামিউল বেলাল (সাধারণ সম্পাদক) প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *